Site icon Jamuna Television

এএফসি কাপ থেকে বাদ দেওয়া হয়েছে আবাহনীকে

এএফসি কাপের প্লে অফ আর খেলা হচ্ছে না আবাহনী লিমিটেডের। সংস্থাটির কোভিড কমিটির সুপারিশে টুর্নামেন্ট থেকে ঢাকার ক্লাবটিকে বাদ দিয়েছে আয়োজক এএফসি।

তবে এ ব্যাপারে কিছুই জানা নেই আবাহনী ক্লাব কর্তৃপক্ষের। এএফসির ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশের করোনা পরিস্থিতি ও নানা বিধিনিষেধ পর্যালোচনা করে ঢাকা আবাহনীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলসকে ভারতের ব্যাঙ্গালুরুর এফসির সঙ্গে প্লে অফ খেলার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে আবাহনীকে স্বাগত না জানালেও ১১ মে মালদ্বীপে খেলতে ভারতীয় ক্লাবটিকে আমন্ত্রন জানিয়েছে তারা।

Exit mobile version