Site icon Jamuna Television

অক্সিজেনের সঙ্কট মেটাতে ১ কোটি রুপি দিলেন শচীন

করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে ভারতে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন ও বেড সঙ্কট। অক্সিজেনের অভাব মেটাতে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘মিশন অক্সিজেন’ নামে একটি প্রকল্প। সাধারনত হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব মেটাতে কাজ করে তারা। এই প্রকল্পতেই এক কোটি রুপি দান করেছেন শচীন।

কোলকাতার হয়ে খেলা অজি পেসার প্যাট কামিন্স প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন ৫০ হাজার ডলার। আর্থিক সাহায্য করেছেন সাবেক অজি পেসার ব্রেট লি। এছাড়াও রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট ও খেলায়াড়রা মেল ৭ কোটি রুপি দিয়েছে করোনা তহবিলে।

Exit mobile version