Site icon Jamuna Television

রোজা রেখেই মাঠ কাঁপালেন পল পাগবা

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ইতালির ক্লাব রোমার বিপক্ষে ৬-২ গোলে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই খবর জানা রয়েছে সবারই। তবে আপনি কী জানেন এই ম্যাচে একজন মুসলিম ফুটবলার খেলেছেন এবং রোজা রেখেই পুরো ৯০ মিনিট দাপিয়ে বেড়িয়েছেন মাঠ জুরে? এবং দলের জয়ে অবদান রেখেছেন গোল করেও। ভাবছেন তার নাম কি? সে হলো ফরাসী ফুটবলার পল পাগবা।

তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। এবং পুরো মৌসুমে রোজা রেখেই কাঁপন ধরিয়ে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণভাগে। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এই ফুটবলার ফ্রান্স জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। এবং গেল বিশ্বকাপেও দলের জয়ে অবদান রেখেছেন এই ফুটবলার।

Exit mobile version