Site icon Jamuna Television

আবাহনীকে রুখে দিয়েছে পুলিশ

বিপেএল ফুটবল লিগে ঢাকা আবাহনীকে রুখে দিয়েছে বাংলাদেশ। করোনার বিরতী কাটিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ব ফুটবল খেলতে থাকে দুই দলের ফুটবলাররা।

ম্যাচের ৩৪ মিনিটে সোহেল রানার স্কোরে এগিয়ে যায় আবাহনী। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আকাশী-নীলরা। ৪১ মিনিটেই স্কোর লেভেল করেন বাংলাদেশ পুলিশের খ্রিস্চাইন। মিনিট দুয়েক বাদেই আবাহনীর হয়ে গোল করে আবারও দলকে এগিয়ে নেন সানডে। প্রথমার্ধের খেলা শেষে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় ঢাকা আবাহনী।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণে যায় পুলিশ। এসময় খানিকটা ডিফেন্সিফ মুডে ছিলো আবাহনী। ম্যাচের ৬০ মিনেটে আবাহনীর রক্ষণকে তছনছ করে আবারও গোল করেন ক্রিস্চাইন।

ফলে ২-২ গোলের সমতা পায় পুলিশ। এর পরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দেয়ার চেষ্টা করেছে দুই দলের ফরোয়ার্ডরা। তবে শেষ পর্যন্ত স্কোর করতে পারেনি কোন দলই, তাই পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

Exit mobile version