Site icon Jamuna Television

আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩০

আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩০

আফগানিস্তানের লোঘার প্রদেশে একটি গেস্ট হাউসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩০ জন। শুক্রবার সন্ধ্যার ঐ হামলায় আহত ১০০’র কাছাকাছি।

দেশটি থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর আগ-মুহূর্তে হলো ভয়াবহ হামলাটি। আজ থেকে বিদ্যমান আড়াই হাজার সেনা সদস্যদের সরিয়ে নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।

প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, ইফতার চলাকালে হঠাৎ-ই নিরাপত্তা বলয় ভেঙে ভারী একটি ট্রাক ঢুকে যায় ‘পুল ই আলম’ অতিথিশালায়। জোরালো বিস্ফোরণে মূলভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় চারপাশের ঘরবাড়ি।

প্রশাসনের দাবি, নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আগত শিক্ষার্থীরা। আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন। এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও; তালেবানের দিকেই যাচ্ছে সন্দেহের তীর।

Exit mobile version