Site icon Jamuna Television

মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন জাপানী কুস্তিগীর

মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন জাপানী কুস্তিগীর

একমাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন ২৮ বছর বয়সী বিখ্যাত জাপানী সুমো কুস্তিগীর হিবি কিরয়ু।

ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়েছিলেন হিবি কিরয়ু, অচেতন হয়ে মিনিট পাঁচেক ম্যাটে পড়ে থাকলেও তাকে দেওয়া হয়নি তাৎক্ষনিক চিকিৎসা। কিছুক্ষণ পর হিবি কিরয়ুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাস ধরে চলা চিকিৎসার পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার তিনি মারা যান।

জাপানী সুমো এসোসিয়েশন জানিয়েছে, শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছেন দেশটির জনপ্রিয় এই সুমো কুস্তিগীর। তাতে অবশ্য হিবি কিরয়ুকে দ্রুত চিকিৎসা না দেওয়ার জন্য অভিযোগ থেকে মুক্তি মিলছে না সংগঠনটির।

Exit mobile version