Site icon Jamuna Television

ভারতে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে আক্রান্ত ৪ লাখের বেশি মানুষ

ভারতে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে আক্রান্ত ৪ লাখের বেশি মানুষ

করোনা সংক্রমণের সব রেকর্ড ভাঙার পর এখন ভয়াবহতার নিত্যনতুন মাইলফলক তৈরি হচ্ছে ভারতে। শুক্রবার দেশটিতে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

টানা চতুর্থ দিনের মতো মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের। প্রাণহানির তালিকায় এখনও শীর্ষে মহারাষ্ট্র। দিনে ৮ শতাধিক মৃত্যু রাজ্যটিতে; চারশ’র কাছাকাছি প্রাণহানির তথ্য দিয়েছে দিল্লি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহামারির পুরো সময়ে যতো প্রাণহানি হয়েছে এর ২৩ শতাংশই হয়েছে শুধু এপ্রিলে।

স্বাস্থ্য বিষয়ক গবেষকদের শঙ্কা, মে মাসে আরও ভয়াবহ হবে মহামারি পরিস্থিতি। দৈনিক সংক্রমণের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তাদের। করোনায় এ পর্যন্ত ২ লাখ ১২ হাজারের মতো প্রাণহানি ভারতে; মোট সংক্রমিত এক কোটি ৯২ লাখের কাছাকাছি।

Exit mobile version