Site icon Jamuna Television

৪’শ কর্মহীন মানুষকে ইফতার খাওয়ালেন আল আমিন হোসেন

অসহায়,কর্মহীন,প্রতিবন্ধী এবং শিশুদের মাঝে ইফতার, রাতের খাবার এবং নতুন পোষাক বিতরণ করলেন জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন আদনান ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে মিরপুরে প্রায় ৪’শ কর্মহীন মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করেন তিনি।

এরপর কল্যাণপুরের একটি বৃদ্ধাশ্রমে শারিরীক প্রতিবন্ধী শিশু এবং গৃহহীন প্রায় ২’শ মানুষের জন্য খাবার এবং ঈদের পোষাক নিয়ে যান আল-আমিন। তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানকার পরিবার বিচ্ছিন্ন অসহায় মানুষরা।

Exit mobile version