Site icon Jamuna Television

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম অস্ত্র ও সহযোগীসহ আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন অস্ত্র ও তার ৩ সহযোগীসহ পুলিশের হাতে আটক হয়েছে। আজ শনিবার (১ মে) ভোরে কক্সবাজার জেলা ডিবি পুলিশ, সদর মডেল থানা ও জেলা পুলিশের টিম শহরের জেলগেইটের পেছনের পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। 


কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম তার শ্বশুরবাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৩ সহযোগীসহ সাদ্দামকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র, গুলি, ছোরা ও বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে। 

Exit mobile version