Site icon Jamuna Television

সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

সারাদেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।

সকালে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন করে ট্রেড ইউনিয়ন সংঘ। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি, দুর্ঘটনায় ক্ষতিপূরণসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

নানা অজুহাতে শ্রমিকদের চাকরিচ্যুতির প্রতিবাদও জানান তারা। দিনটি উপলক্ষে খুলনায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ সময় মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।

এ ছাড়া নাটোর, শেরপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় সীমিত পরিসরে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

Exit mobile version