Site icon Jamuna Television

আখাউড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জুয়েল কাজী নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছ দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল এলাকা থেকে ওই অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

এ ঘটনায় হানজালা ও সাফায়েত কাজী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। নিহত চালক জুয়েল কাজী উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুরের (কাজীবাড়ি) আজিজুল হক কাজীর ছেলে।

এদিকে গেল ২৭ এপ্রিল সকালে আখাউড়া-আনোয়ারপুর সড়কের পাশে খালাজোড়া বিল এলাকার একটি ধানের জমি থেকে অটোরিকশাচালক হিরণ চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হলেও পুলিশ এখনও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার কিংবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

নিহত হিরণ চৌধুরী উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে। দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।

Exit mobile version