Site icon Jamuna Television

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফরসহ গ্রেফতার ৩

সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা ও অন্তর্ঘাতমূলক অপরাধে জড়িত থাকার অভিযোগে হেফাজত ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা জাফর সাদেকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেলে হাটহাজারি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন মো. সালাউদ্দিন, মো. আকরাম উদ্দিন পাভেল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারাদেশে হেফাজতের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে ১৮ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ পরবর্তীতে আরও অনেক নেতাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version