Site icon Jamuna Television

ভারত ফেরত ৯৯ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনের জন্য নড়াইল প্রেরণ

নড়াইল প্রতিনিধি:

ভারত ফেরত বাংলাদেশিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ৩০ এপ্রিল সন্ধ্যায় ৯৯ জনকে নড়াইলে প্রেরণ করা হয়েছে। তাদেরকে নড়াইল পৌরসভাস্থ দূর্গাপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার প্রমুখ।

জেলা প্রশাসক জানান, নড়াইলে মোট ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ৯৯ জন চলে এসেছে। এদের খাওয়া থাকাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।

নিরাপত্তা সম্পর্কে পুলিশ সুপার বলেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে প্রাচীর আছে। গেটে ২৪ ঘণ্টা আনসার থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে যাতে বাইরে থেকে কোন অসুবিধা না হয়। অপর দিকে এদেরকে পুলিশ প্রহরায় যশোর থেকে নড়াইলে আনা হয়েছে।

Exit mobile version