Site icon Jamuna Television

ক্রিকেটারদের দুই কোটি টাকা অনুদান দিতে যাচ্ছে বিসিবি

করোনা পরিস্থিতিতে ১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। ঘরোয়া টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় খেলা থেকে দূরে শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও। এমন পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের মোট এক হাজার ৭২০ জন ক্রিকেটার দুই কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। পুরুষ ক্রিকেটারদের যারা বোর্ডের চুক্তিতে নেই তারা পাবেন এই আর্থিক সহযোগিতা।

এছাড়া পাবেন চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও। মোট এক হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটারের মধ্যে বিতরণ করা হবে মোট ২ কোটি টাকা।

Exit mobile version