Site icon Jamuna Television

জুতো খুলে স্ট্যাম্পে! বিরলভাবে আউট হলেন তাইজুল

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৫৯ রানের রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। হাতে রয়েছে এখনও ৮ উইকেট। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৭ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আসা যাওয়ার এই মিছিলে আলাদা করে সবার দৃষ্টি কেড়ে নিয়েছেন তাইজুল ইসলাম। বিরলভাবে আউট হলেন তিনি।

তৃতীয় দিনের শেষের দিকে ম্যাচের ৮২ ওভারের শেষ বলে হিট উইকেট হন তাইজুল ইসলাম। দলের বিপদে নিজের উইকেট নিজেই লঙ্কানদের বিলিয়ে দিয়ে এসেছিলেন তিনি।

লাকমানের বলে কাভার পয়েন্টে খেলতে গিয়ে পেছনের পায়ের জুতো খুলে স্ট্যাম্পে আঘাত করায় তাইজুলের বেল পড়ে যায়। প্রতিপক্ষের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে আবেদন করেন হিট উইকেটের। পরে ক্রিকেটের নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করে ফিল্ড আম্পায়াররা। সাথেসাথেই সমাপ্তি ঘটে বাংলাদেশের ইনিংস। ফলোঅনে পড়লেও, টাইগারদের মাঠে না নামিয়ে ব্যাট হাতে নেমে পড়ে শ্রীলঙ্কা।

Exit mobile version