Site icon Jamuna Television

শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল মাদ্রিদ!

ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুই নম্বর স্পট সুসংহত করেছে জিদানের দল।

গতকাল (১ মে) সন্ধ্যায় এইবারকে হারিয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্টের লিড নিয়েছিলো সিমিওনির দল। রাতে তাই ওসাসুনার বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য ছিলো মাস্ট উইন গেম। কিন্তু সেই ম্যাচে প্রথমার্ধে গোলই পায়নি জিদানের দল।

অবশেষে ৭৬ মিনিটে ডিফেন্ডার এলডার মিলিতাও এর হেডে লিড পায় লস ব্লাঙ্কোসরা। ৮০ মিনিটে ক্যাসেমিরোর গোলে ২-০ র স্বস্তির জয়ে আবারো পয়েন্ট ব্যবধানটা দুইয়ে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ।

Exit mobile version