Site icon Jamuna Television

ক্রুটনেকে ২-০ গোলে হারালো ইন্টারমিলান

আজ সন্ধ্যায় আটালান্টা জয় বঞ্চিত হলেই ১১ বছর পর ইতালিয়ান লিগের চ্যাম্পিয়ন হবে ইন্টার মিলান। গত রাতে ক্রুটনেকে ২-০ গোলে হারিয়ে সেই সুযোগ তৈরী করে রেখেছে ইন্টার মিলান।

ক্রুটনের আতিথ্য নেবার ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি ইন্টার মিলান। ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের গোলে প্রথম লিড নেয় কন্তে শিষ্যরা। ৮৩ মিনিটে রোমেলো লুকাকুর গোল অফসাইডের কারণে বাতিল হয় ভিএআরে। তবে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আশরাফ হাকিমির গোল ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট পাওয়া ইন্টার।

৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট পাওয়া আটালান্টা আজ জয় বঞ্চিত হলেই শিরোপা নিশ্চিত হবে ইন্টারের। সবশেষ ২০১০ সালে ইতালিয়ান লিগের শিরোপা জিতেছিলো ক্লাবটি।

Exit mobile version