Site icon Jamuna Television

মেক্সিকোর গুহায় পাওয়া গেলো মায়া সভ্যতার নিদর্শন

মায়া সভ্যতার কিছু নিদর্শন মিলেছে মেক্সিকোর এক গুহায়। এগুলো থেকে প্রাচীন এ সভ্যতা সম্পর্কে অনেক নতুন তথ্য জানা সম্ভব বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।

অন্তত ১২শ বছর আগে সভ্যতাটির চরম উৎকর্ষের সময়ের নিদর্শন এগুলো। গুহার দেয়ালে পাওয়া গেছে অসংখ্য হাতের ছাপ। এগুলো শিশুদের বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লাল ও কালো দুই রংয়ের হাতের ছাপগুলো কোনো ধর্মীয় রীতির সাথে সম্পর্কিত বলে মনে করছেন তারা। এখনও মায়া জাতির কয়েক লাখ মানুষের দেখা মেলে মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোয়। গুয়াতেমালা ও বেলিজেও আছে কয়েক লাখ।

Exit mobile version