Site icon Jamuna Television

গ্রীন রোড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ডিসিসি’র

দুর্নীতির দায়ে ডিএসসিসি'র পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত।

শনিবার রাতে রাজধানীর গ্রীন রোড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি)।

ফুটপাতের উপর গড়ে তোলা টংদোকানসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতেই এই কার্যক্রম। এই কার্যক্রমের লক্ষ্য পথচারী চলাচল নির্বিঘ্ন এবং দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাধামুক্ত করা। এ ছাড়া গ্রিন রোডে রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত একটি রিক্সা গ্যারেজ সরানো হয়।

এই তদারকি কার্যক্রম সম্পর্কে করপোরেশন অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন জানান, এটি কোনো উচ্ছেদ কার্যক্রম নয়। ফুটপাত ও রাস্তা দখলমুক্তকরণ এবং ব্যানার-ফেস্টুনসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র অপসারণে নিয়মিত কার্যক্রমের অংশ মাত্র। গতকাল সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে গ্রীন রোড এর দু’পাশ ধরে এই কার্যক্রম পরিচালনা করা হয় বলেও জানান তিনি।

Exit mobile version