Site icon Jamuna Television

গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে পরিবহন শ্রমিকরা।

সকালে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ টার্মিনালে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় তারা বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা ব্যবস্থা করতে হবে। সারাদেশে ট্রাক টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য ওএমএস চাল বিক্রির ব্যবস্থারও দাবি জানান তারা।

শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত দেশের ২৪৯ টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচী পালন করছে। এছাড়া আগামী চার মে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন তারা।

Exit mobile version