
সরকার বা বিরোধী দল যেখানে থাকুক না কেন প্রতিটি দুর্যোগে দেশবাসীর পাশে থাকে আওয়ামী লীগ- করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ’যারা প্রতিদিন সরকার উৎখাতের হুমকি দেয় তাদের কেউই করোনা দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। শুধু টিভিতেই তাদের দেখা যায়।’
করোনার টিকার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ’টিকা আনতে যত টাকাই লাগুক না কেন নিয়ে আসা হবে।’
এসময় প্রধানমন্ত্রী ঈদে আনন্দ করার আগে যে সব পরিবার তাদের স্বজন হারিয়েছেন তাদের কথা মাথায় রাখার আহ্বান জানান। সরকার আন্তঃজেলা বাস-শ্রমিকদের জন্য প্রণোদনার পরিকল্পনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply