Site icon Jamuna Television

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ’র উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিয়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫০ বেডের করোনা ওয়ার্ড রয়েছে। গত বছর গড়ে প্রতিদিন তিনজন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে আইসিইউ-র জন্য। আমাদের এখানে আইসিইউ হয়ে গেলো, এখন আর রোগীকে ঢাকায় পাঠাতে হবে না।

Exit mobile version