Site icon Jamuna Television

বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি: কঙ্গনা

বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। রোববার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।

টুইট বার্তায় তিনি লিখেন- বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি, যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মির তৈরি হচ্ছে।

এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন তিনি। এর আগে তিনি মুম্বাইকে কাশ্মিরের সঙ্গে তুলনা করেছিলেন।

https://twitter.com/KanganaTeam/status/1388758033493204995?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1388758033493204995%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Fentertainment%2F417654%2FE0A6ACE0A6BEE0A682E0A6B2E0A6BEE0A6A6E0A787E0A6B6E0A6BF-E0A693-E0A6B0E0A78BE0A6B9E0A6BFE0A699E0A78DE0A697E0A6BEE0A6B0E0A6BE-E0A6AEE0A6AEE0A6A4E0A6BEE0A6B0-E0A6ACE0A6A1E0A6BC-E0A6B6E0A695E0A78DE0A6A4E0A6BF-E0A695E0A699E0A78DE0A697E0A6A8E0A6BE

ইউএইচ/

Exit mobile version