Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৩২ লাখ ১৬ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৩২ লাখ ১৬ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিলো- করোনাভাইরাস। শনাক্ত পৌনে ৭ লাখের বেশি।

গেলো ক’দিনের তুলনায় ব্রাজিলে কমেছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ। রোববার লাতিন দেশটিতে মারা গেছেন ১২শ’র বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে হঠাৎ-ই কমে এসেছে করোনার বিস্তার। ৩১২ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ৫ লাখ ৯১ হাজার হাজার ছাড়ালো। নতুনভাবে শনাক্ত হয়েছে ৩১ হাজারের মতো সংক্রমণ।

মধ্য আমেরিকার দেশ- কলম্বিয়ায় ৫শ’র কাছাকাছি দৈনিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে সর্বাত্মক লকডাউনের পরও খারাপ পরিস্থিতি তুরস্কে। দিনে ৩৪০ জনের মৃত্যু এবং ২৬ হাজারের মতো সংক্রমণ শনাক্ত লিপিবদ্ধ করলো দেশটি।

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৩২ লাখ ১৬ হাজার ছাড়ালো।

Exit mobile version