Site icon Jamuna Television

স্পেনে মহামারির মধ্যেই শুরু হলো ঐতিহ্যবাহী ‘বুল ফাইট’

স্পেনে মহামারির মধ্যেই শুরু হলো ঐতিহ্যবাহী 'বুল ফাইট'

স্পেনে মহামারির মধ্যেই শুরু হলো ঐতিহ্যবাহী ‘বুল ফাইট বা ষাড়ের লড়াই’। রোববার রাজধানীর লা ভেন্তা রিংয়ে ছিলো এ আয়োজন।

ধারণক্ষমতার মাত্র ৪০ শতাংশ বা ৬ হাজার অতিথিকে সেখানে প্রবেশের অনুমতি দেয় প্রশাসন। প্রায় একবছরের বেশি সময় পর রিংয়ে স্বাগত জানানো হয় বিখ্যাত সব ম্যাটাডরকে। ৭টি ষাঁড়ের সাথে লড়াই করেন তারা। মূলতঃ মহামারিতে চাকরি হারানো বুলফাইটার এবং পেশাটির সাথে সংশ্লিষ্টদের অর্থ-সহযোগিতার জন্যেই এ আয়োজন।

অবশ্য রক্তক্ষয়ী প্রদর্শনীর ব্যাপারে দ্বিধাবিভক্ত স্প্যানিয়ার্ডরা। কেউ-কেউ শিল্পকলা হিসেবে আখ্যা দিলেও অনেকের কাছে খেলাটি মর্মান্তিক।

২০১০ সালে, মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিয়ে ‘বুলফাইট’ নিষিদ্ধ করে স্পেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল- কাতালুনিয়া। দু’বছর পর সেটি কার্যকর হয়।

Exit mobile version