Site icon Jamuna Television

বিধানসভা নির্বাচনে ভাগ্য বিপর্যয় ঘটলো বিজেপিতে যোগ দেয়া যে তারকা প্রার্থীদের

বিধানসভা নির্বাচনে ভাগ্য বিপর্যয় ঘটলো বিজেপিতে যোগ দেয়া তারকা প্রার্থীদের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভাগ্য বিপর্যয় ঘটলো বিজেপিতে যোগ দেয়া তারকা প্রার্থীদের। রোববারের ফলাফলে বেশিরভাগই পরাজিত হন।

নির্বাচনের আগ-মুর্হুতে কেন্দ্রের ক্ষমতাসীন দলটিতে যোগ দিতে হিড়িক পড়েছিলো সেলিব্রেটিদের। ব্যাপক সাড়া ফেলে মিঠুন চক্রবর্তী যোগ দিলেও করেননি নির্বাচন। বিজেপির সম্মুখ সারির তারকা প্রার্থীদের মধ্যে এবার পরাজয় বরণ করেছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়। এছাড়া, রুদ্রনীল, শ্রাবন্তী, পায়েল সরকার, পার্নো মিত্র, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্তের মতো টালিগঞ্জের নামকরা তারকারাও সব দেখেছেন হার।

এদিকে তৃণমূল কংগ্রেসেও রয়েছে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। তাদের বেশিরভাগই দেখেছেন জয়ের মুখ। তবে সায়নী ঘোষের মতো তারকা হেরে গেছেন নির্বাচনে।

Exit mobile version