Site icon Jamuna Television

করোনায় মৃত্যুতে বিশ্বে এখন তৃতীয় ভারত

করোনায় মৃত্যুতে বিশ্বে এখন তৃতীয় ভারত

ভারতে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। করোনায় মৃত্যুতে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

করোনায় মৃত্যুতে মেক্সিকোকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। তাদের সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। অবশ্য সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যাওয়া মেক্সিকোয় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ১৬৮। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৭৮০ জন।

Exit mobile version