Site icon Jamuna Television

ওয়ানডেতে শীর্ষে নিউজিল্যান্ড; বাংলাদেশ সাতে

নিউজিল্যান্ডের জন্য এটাই প্রথম। ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনোই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি তারা। তাই প্রথমবারের মতো এ অর্জনে বাড়তি উচ্ছ্বাস দেখাতেই পারে কিউইরা। এতদিন শীর্ষস্থান ছিল ব্রিটিশদের দখলে।

নিজেদের শেষ ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ড খেলেছে বাংলাদেশের বিপক্ষে। ঘরের মাঠে ৩-০ তে টাইগারদের উড়িয়ে দিয়েছে। এর প্রভাবেই নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেটের শীর্ষে উঠে এসেছে। গেল তিন বছরে ৩০টি ওয়ানডে ম্যাচের ২০টিতেই জিতেছিলো নিউজিল্যান্ড। এদিকে, ৩ ধাপ নেমে ৪-এ অবস্থান ইংল্যান্ডের। দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিনে ভারত।

আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলেও এর আগে ঘরের মাটিতে উইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ নেয় টাইগাররা।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং:
১. নিউজিল্যান্ড : ১২১ রেটিং পয়েন্ট
২. অস্ট্রেলিয়া : ১১৮ রেটিং পয়েন্ট
৩. ভারত : ১১৫ রেটিং পয়েন্ট
৪. ইংল্যান্ড : ১১৫ রেটিং পয়েন্ট
৫. দক্ষিণ আফ্রিকা : ১০৭ রেটিং পয়েন্ট
৬. পাকিস্তান : ৯৭ রেটিং পয়েন্ট
৭. বাংলাদেশ : ৯০ রেটিং পয়েন্ট
৮. ওয়েস্ট ইন্ডিজ : ৮২ রেটিং পয়েন্ট
৯. শ্রীলঙ্কা : ৭৯ রেটিং পয়েন্ট
১০. আফগানিস্তান : ৬২ রেটিং পয়েন্ট
১১. নেদারল্যান্ডস : ৪৯ রেটিং পয়েন্ট
১২. আয়ারল্যান্ড : ৪৫ রেটিং পয়েন্ট
১৩. জিম্বাবুয়ে : ৩৯ রেটিং পয়েন্ট
১৪. ওমান : ৩৪ রেটিং পয়েন্ট
১৫. স্কটল্যান্ড : ৩০ রেটিং পয়েন্ট
১৬. নেপাল : ২৪ রেটিং পয়েন্ট
১৭. সংযুক্ত আরব আমিরাত : ২১ রেটিং পয়েন্ট
১৮. নামিবিয়া : ১৬ রেটিং পয়েন্ট
১৯. যুক্তরাষ্ট্র : ১২ রেটিং পয়েন্ট
২০. পাপুয়া নিউ গিনি : ০ রেটিং পয়েন্ট

Exit mobile version