নিয়মিত করোনা পরীক্ষায় কলকাতার দুই ক্রিকেটার বরুন চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়র করোনা পজেটিভ হওয়ায় স্থগিত করা হয়েছে কলকাতা ও বেঙ্গালুরুর আজকের ম্যাচটি। এই ম্যাচের নতুন সময় এখনও জানানো হয়নি।
এদিকে, অন্যদের মতো বাংলাদেশের সাকিব আল হাসানও এদিন নিয়মিত করোনা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল নেগেটিভ হওয়ায় আপাতত স্বস্তিতেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

