Site icon Jamuna Television

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে ট্রাকের চাপায় সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে বরিশালগামী দ্রুত গতির একটি ট্রাক নলছিটির ষাটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের সামনে পথচারী ওই মহিলাকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শী আনিস উদ্দিন, জুয়েল খলিফা এবং সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নলছিটি থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমান পাভেল বলেন, নলছিটির পাওতা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী একই উপজেলার ষাইটপাকিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়ক হেটে পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ইউএইচ/

Exit mobile version