Site icon Jamuna Television

সাকিব দেশে ফিরছেন ১৯ মে

এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত বিশ্ব ক্রিকেটের এক নম্বর তারকা সাকিব আল হাসান। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে। তাই আইপিএল ছেড়ে আগামী ১৯ মে দেশে ফিরছেন সাকিব। যমুনা টেলিভিশনকে এ খবর নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

ভারতে করোনা মহামারি তীব্র আকার ধারণ করায় দেশটির সাথে বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সাকিব কীভাবে দেশে ফিরবেন সেটিও একটি বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনই কিছু বলেননি সাকিব। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, বিশেষ ব্যবস্থায় সাকিব ও মোস্তাফিজকে আসতে হবে। সেক্ষেত্র বিসিবি কী ভূমিকা পালন করবে সেটি নিশ্চিত করেননি তিনি।

Exit mobile version