Site icon Jamuna Television

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্বাসকষ্টজনিত কারণে সিসিইউতে আনা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে তাকে সিসিইউতে নেয়া হয় বলে জানান খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। উনার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান, চেস্ট, হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে।

ইউএইচ/

Exit mobile version