Site icon Jamuna Television

মেহেরপুরে ৩ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ সাইদুর রহমান মিলন (৪৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার বিকেল ৩টায় উপজেলার বামুন্দী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইদুর রহমান মিলন মটমুড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক আব্দুল মান্নান জানান, সাইদুর রহমান মিলন নামের এক ব্যক্তি তার নিজ দোকানে ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, সাইদুর রহমান মিলনের নামে একটি মাদকের মামলা চলমান রয়েছে। এছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয় তার। বর্তমানে সে জামিনে রয়েছে।

Exit mobile version