Site icon Jamuna Television

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমার থেকে পাচারকালে নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২ মে) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা হতে মাদকের চালানটি জব্দ করা হয়েছে।

টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খাঁন সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফনদীর কিনারায় চৌধুরী পাড়া সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

এ সময় অন্ধকারে মিয়ানমার থেকে সীমান্ত পাড়ি দিয়ে বস্তা কাঁধে চার ব্যক্তি লোকালয় অভিমুখে আসার পথে জওয়ানদের ধাওয়ার মুখে পালিয়ে যায়।

পরে লবণের মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে চারটি বস্তা ভর্তি আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ২বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বিজিবি কর্মকর্তা।

Exit mobile version