Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপ ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় নওগাঁও দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে স্থানীয় মকিমপুর সিদ্দিকিয়া দারুল উলুম মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এরপর মাদরাসা কর্তৃপক্ষ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ২০২০ সালে ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে ৪১টি প্রতিষ্ঠান গড়ে তোলেন এই কর্মবীর। যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতাও তিনি।

Exit mobile version