Site icon Jamuna Television

ভারতে একদিনে করোনায় প্রাণহানি আরও প্রায় সাড়ে তিন হাজার

ভারতে এখনও চলছে মহামারির সেকেন্ড ওয়েভের দাপট। ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৫ হাজারের ওপর।

এখনও ভারতে সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪৮ হাজার ৬শ’র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব ও উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যে কিছুদিনের তুলনায় সংক্রমণের হার সামান্য কম দেখা গেছে সোমবার।

তবে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান’সহ কয়েকটি রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের দাবি, এক মাস ধরে আক্রান্তের সংখ্যা বাড়ার পর বেশ কিছু রাজ্যে নিম্নমুখী সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version