Site icon Jamuna Television

নেপালে বেড়েই চলছে করোনার প্রকোপ

নেপালে বেড়েই চলছে করোনাভাইরাসের প্রকোপ। পরিস্থিতির অবনতিতে আন্তর্জাতিক বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেন, মহামারি মোকাবিলায় টিকা, নমুনা পরীক্ষার কিট, অক্সিজেনসহ অন্যান্য মেডিকেল সরঞ্জামের প্রয়োজনীয়তা বাড়ছে। সহায়তা নিয়ে এগিয়ে আসতে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের ঘোষণাও দেন নেপালের প্রধানমন্ত্রী। মধ্যরাত থেকেই কার্যকর হয় এ সিদ্ধান্ত।

এদিকে, বৃহস্পতিবার থেকে বন্ধ হবে আন্তর্জাতিক ফ্লাইট। নেপালে করোনায় গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। মোট প্রাণহানি হয়েছে ৩ হাজার ৩৬২। ৭ দিনে সংক্রমিত শনাক্ত হয়েছে ৪০ হাজারের কাছাকাছি। মোট সংক্রমিত ৩ লাখ ৪৩ হাজারের ওপর।

ইউএইচ/

Exit mobile version