Site icon Jamuna Television

স্পিডবোট দুর্ঘটনায় চালক-মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের স্পিডবোট দুর্ঘটনায় ৪ জনের নাম উল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে শিবচর থানায় মামলা করেছে নৌ-পুলিশ।

নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকালে নৌ-পুলিশ ফাঁড়ির এসআই লোকমান বাদী হয়ে স্পিডবোটের চালক শাহালম, মালিক চান্দু, রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহআলম খানের বিরুদ্ধে মামলা করেন।

সোমবার সকালে মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার হন ৫ জন।

পুলিশ জানায়, আহত চালককে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পুলিশ প্রহরায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version