Site icon Jamuna Television

এবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো বিদ্রোহীরা

এবার মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো বিদ্রোহীরা। সেনা অভিযানের সময় পাল্টা গুলি চালিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্তের দাবি করেছে কাচিন ইন্ডেপেন্ডেন্স আর্মি-কেআইএ।

প্রত্যক্ষদর্শীরা বলছে, সোমবার সকালের দিকে কাচিন প্রদেশের মোমাউক শহরের একটি গ্রামে দু’টি হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সেনাবাহিনী। বিদ্রোহীদের ঘাটি লক্ষ্য করে গুলি ছুঁড়ে সেনারা। প্রতিহতের চেষ্টা করে কেআইএ সদস্যরা। এ সময় তাদের গুলিতে বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার।

অবশ্য এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে কাচিন বিদ্রোহীরা। গত সপ্তাহেই থাই সীমান্তে একটি সেনা চৌকি দখলে নেয় তারা।

ইউএইচ/

Exit mobile version