Site icon Jamuna Television

মামুনুল হকের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

পল্টন থানার নাশকতার দুই মামলায় হেফাজত নেতা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম সত্যব্রত সিকদার রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া পল্টন থানার বাকি ৬ মামলায় তার আইনজীবী জামিন আবেদন করলেও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় সাতদিন ও ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানার মামলায় সাত দিনের রিমান্ড নেয়া হয় মামুনুল হককে। গত ১৮ এপ্রিল মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউএইচ/

Exit mobile version