Site icon Jamuna Television

স্বামী-স্ত্রীসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে উল্লাপাড়া পুলিশ। সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়। তারা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন।

আটককৃতরা হলেন পৌরসভার ঝিকিড়া মহল্লার হাজী আবুল হোসেন সরকারের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫), তার স্ত্রী এলিজা পারভীন (৩০), পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শায়েক মাহমুদ (২৭), রামকান্তপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেদ আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), কয়ড়া কৃষ্ণপুর গ্রামের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের মৃত আবু তাহেরর ছেলে আফসার আলী (৪৭) ও শাহজাদপুর থানার মৃত রইচ উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৩৭)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস বলেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় বেশ কয়েকটি জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Exit mobile version