Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো আলমগীর

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো আলমগীর

যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর বন্ধক রাখা ঘর ফিরে পেলো রংপুরের পীরগঞ্জের অসহায় যুবক আলমগীর হোসেন।

মিঠিপুর ইউনিয়নের রওশনপুর ঘোনাপ্রাড়া গ্রামের আলমগীরের চিকিৎসার ব্যবস্থা করেছে রংপুরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরাই পাশে’র কর্মীরা । সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। বর্তমানে তিনি গ্যাসট্রোলোজি বিভাগে ভর্তি আছেন। সংগঠনটির কর্মীরা তার দেখাশোনা করছেন।

এছাড়া গাজীপুরের একটি সংগঠন তার প্রাথমিক চিকিৎসার খরচ দিয়েছে। মালদ্বীপ প্রবাসী একজনের আর্থিক সহায়তায় বন্ধক রাখা ঘর ফেরত পেয়েছেন তিনি। চিকিৎসার খরচ জোগাড় না করতে পেরে মাত্র ১২ হাজার টাকায় নিজের ঘর বন্ধক রেখেছিলেন আলমগীর।

Exit mobile version