Site icon Jamuna Television

ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে!

করোনাভাইরাসের তৃতীয় ওয়েভের কথা মাথায় রেখে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্ট বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। ভারতীয় গণমাধ্যমে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ পেয়েছে এমন সংবাদ। তারা বলছে আগামী অক্টোবর-নভেম্বরের দিকে করোনার তৃতীয় ওয়েভ আসার সম্ভবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনার কারণেই স্থগিত করা হয়েছে আইপিএলের এবারের আসর। তবে এই টুর্নামেন্ট আবার কবে শুরু হবে এটা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিসিআই।

Exit mobile version