Site icon Jamuna Television

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে নিজ পায়ে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলোকে নিজ পায়ে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে নিজ পায়ে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ব্যাংক, বীমাসহ বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। দীর্ঘসময় ভর্তুকি দেয়া যাবে না। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন অনুশাসন দেন প্রধানমন্ত্রী। বৈঠকে অনুমোদন পায় ১১ হাজার ৯০১ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাগেরহাট জেলার পানগুচি নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয় বৈঠকে। এতে ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি ৩৩ লাখ টাকা। সেতুটি নির্মাণে পাঁচ ধরনের পরামর্শকসেবা খাতেই খরচ ধরা হয়েছে ৯৬ কোটি ৯৬ লাখ টাকা।

এছাড়া অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন, গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

Exit mobile version