Site icon Jamuna Television

সাকিব-মোস্তাফিজকে ছাড়াই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখন রয়েছে ভারতে। আগামী ২৩ মে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই দলে রয়েছেন বাংলার এই দুই ক্রিকেটযোদ্ধা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে ভারত থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টাইনের নিয়ম যেন শিথিল করা হয় সে জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন করেছিলো বিসিবি। কিন্তু তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

যমুনা টেলিভিশনকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সাকিব ও মোস্তাফিজের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বিসিবি’র পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছিলো কিন্তু আমরা না করে দিয়েছি। এর কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেন্টাইন করতেই হবে।

তবে এ ব্যাপারে বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তোমন কিছুই বলেনি গণমাধ্যমে। আর স্বাস্থ্য অধিদফতর যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সাকিব মোস্তাফিজকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে হবে বাংলাদেশের।

Exit mobile version