Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা, নিহত ১১

পশ্চিমবঙ্গে ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা, নিহত ১১

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত ১১ জনের।

বিজেপির দাবি, নিহতদের মধ্যে ৬ জন তাদের কর্মী। নদীয়া, কোচবিহার ও দক্ষিণ চব্বিশ পরগনায় দলীয় কর্মীদের ওপর তৃণমূল এ হামলা চালায় বলে দাবি কেন্দ্রের ক্ষমতাসীনদের। বুধবার মমতা ব্যানার্জির শপথ গ্রহণের দিন দেশজুড়ে ধর্না কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপি।

অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি হামলা চালিয়ে তাদের দলের কমপক্ষে ৪ জনকে হত্যা করেছে। সহিংসতার ঘটনায় রাজ্যের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যে অস্থিরতা বন্ধ করে শান্তি বজায় রাখতে সব দলের প্রতি আহ্বান জানান মমতা ব্যানার্জি।

Exit mobile version