Site icon Jamuna Television

সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকের জন্যও সহায়তা উন্মুক্ত: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকের জন্যও সহায়তা উন্মুক্ত: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনাকারী সাংবাদিক যদি দুস্থ হন তার জন্যও কল্যাণ ট্রাস্টের সহায়তা উন্মুক্ত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকবান্ধব আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করেছে। বলেন, বাংলাদেশের গণমাধ্যম যে অবাধ স্বাধীনতা ভোগ করে, উন্নয়নশীল দেশের জন্য তা নজিরবিহীন। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন ড. হাছান মাহমুদ।

Exit mobile version