Site icon Jamuna Television

নেতানিয়াহুর ঘুষগ্রহণের প্রমাণ পেয়েছে পুলিশ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষগ্রহণের প্রমাণ পেয়েছে ইসরায়েলের পুলিশ। মঙ্গলবার তার বিরুদ্ধে ঘুষগ্রহণ, প্রতারণা ও শপথ ভঙ্গের অভিযোগ দায়েরের সুপারিশ করা হয়েছে।

তাকে বিচারের আওতায় আনা হবে কিনা সেটি নির্ভর করছে অ্যাটর্নি জেনারেলের ওপর। তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রাখেন। তবে পুলিশের সুপারিশের পর নেতানিয়াহু অনেকটা অবজ্ঞার সুরে বলেন, যতো অভিযোগ-ই আসুক, তিনি-ই থাকছেন ক্ষমতায়। নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলার তদন্ত চলছে। প্রথম মামলাটিতে এক ব্যবসায়ীকে রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে তিনি উপহার গ্রহণ করেছেন। পুলিশ বলেছে, তিনি ঘুষ হিসেবে দুই লাখ ৮০ হাজার ডলার মূল্যের শ্যাম্পেন, সিগারেট, স্বর্ণালঙ্কার ও পোশাক নিয়েছেন। দ্বিতীয় মামলাটির অভিযোগে বলা হয়েছে, ইতিবাচক সংবাদ প্রচারে তিনি ইডিয়ট আক্সারোনট নামের একটি দৈনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

Exit mobile version