Site icon Jamuna Television

নামের মিলে ১৭ মাস সাজাভোগ, সেই নারীকে মুক্তির নির্দেশ

নামের মিলে ১৭ মাস সাজাভোগ, সেই নারীকে মুক্তির নির্দেশ

নামের মিল থাকায় ১৭ মাস কারাভোগ করা হাছিনা বেগমকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল কোর্টে হাছিনা বেগমের মুক্তির আদেশ দেন দায়রা জজ চতুর্থ আদালতের হাকিম শরীফুল ইসলাম ভূঁইয়া।

হাছিনা বেগমের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দুই হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের কর্ণফুলী থানায় আটক হয় হাসিনা আক্তার ও হামিদ হোসাইন দম্পতি। হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পর ফেরার হয়ে যান তারা। পরে নামের মিল থাকায় হাছিনা বেগমকে আটক করে পুলিশ। এ ভুলের কারণে হাসিনা বেগম ক্ষতিপূরণের আবেদন করবেন বলে জানান তিনি।

Exit mobile version