Site icon Jamuna Television

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: ডা. জাহিদ

খালেদা জিয়া। ফাইল ছবি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা গতকাল এবং আজ সকালে করানো পরীক্ষাগুলো রিভিউ করেছেন। চিকিৎসার ধরনে কিছু সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী তার চিকিৎসা চলছে।

তিনি জানান, একজন সিসিইউ‘র রোগীর সাথে তো সামনে গিয়ে কথা বলা যায় না, দূর থেকে দেখতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি গতকাল যে অবস্থায় ছিলেন এখনও তেমনই আছেন।

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তিনি।

Exit mobile version